- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
কখনো আমরা শুনি যে হ্যাকাররা হ্যাক করে বিপুল টাকা চুরি করে নিয়ে গেছে। তাদেরকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে ক্রাইম ডিভিশন। আবার কখনো আমরা শুনি যে একজন দক্ষ হ্যাকার প্রয়োজন চাকরির জন্য। আবার শুনতে পাই সেই চাকরিরত হ্যাকারই তথ্য হ্যাক করে পালিয়েছে। আসলে বিষয়টা কি? হ্যাকার ভালো নাকি খারাপ?
চলুন জেনে নেয়া যাক।
হ্যাকারের প্রকারভেদ
হ্যাকারদের সাধারণত তাদের ক্রিয়াকলাপ অনুসারে নিম্নলিখিত বিভাগগুলির মধ্যে চিহ্নিত করা যে কে কোন ধরনের হ্যাকার।
ব্ল্যাক হ্যাট হ্যাকারঃ
ব্ল্যাক হ্যাট হল সেই ব্যক্তি যারা তাদের অসাধারণ কম্পিউটিং দক্ষতা ব্যবহার করে অবৈধ অপরাধমূলক উদ্দেশ্য অপরাধের সাথে জড়িত কার্যক্রম করে, তারা ক্র্যাকার নামেও ব্যপক পরিচিত। এরা কারো অনুমতি ছাড়াই বিভিন্ন তথ্য চুরি, তথ্য ফাঁস করা, নিজের লাভ সাধন এর জন্য যেকোনো কিছু করে থাকে।
হোয়াইট হ্যাট হ্যাকারঃ
হোয়াইট হ্যাট হ্যাকার বা অনুপ্রবেশ পরীক্ষক ব্যক্তি তারা, যারা তাদের হ্যাকিং অভিজ্ঞতা ব্যবহার করে প্রতিরক্ষামূলক কাজের জন্য দক্ষতা অর্জন করে এবং প্রায় প্রতিটি সংস্থার নিরাপত্তা নিশ্চিত করার সর্বাত্মক চেষ্টা করে। প্রতিটি সংস্থা বা কম্পানিরই নিরাপত্তা বিশ্লেষক রয়েছ যারা তথ্য হ্যাকিং হও্যার সময় পাল্টা ব্যবস্থা সম্পর্কে জ্ঞানী এবং এমন কিছু ঘটলে বা ঘটার আশংকা দেখলেই তারা নেটওয়ার্ককে সুরক্ষিত করারা জন্য যথাযথ ব্যবস্থা ঘ্রহন করে এবং এ ধরণের আক্রমণের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য সকল তথ্য / প্রয়োজনীয় টুলস তাদের সিস্টেমে থাকে। পাশাপাশি তাদের কাছে সিস্টেম মালিকের অনুমতি থাকে। এরা কম্পানিকে অন্য সব হ্যাকারদের থেকে রক্ষা করার চেষ্টা করে।
গ্রে হ্যাট হ্যাকারঃ
গ্রে হ্যাট হ্যাকার হলো এমন ব্যক্তি যারা আক্রমণাত্মক এবং রক্ষণাত্মকভাবে কাজ করে বিভিন্ন সময়। গ্রে হ্যাট হ্যাকাররা একটি সিস্টেমে বিভিন্ন দুর্বলতা খুঁজে বের করে এবং ওই সংস্থা বা কম্পানি কে জান্যা এবং এর বিনিময়ে টাকা নেয়। আবার অনেক সময় তারা ওই দুর্বলতা কাজে লাগিয়ে নিজেদের স্বার্থও হাসিল করে। আবার অনেক সময় তারা ওই কম্পানিকে বিভিন্ন তথ্য পেতে সাহায্য করতে পারে অনৈতিক উপায় অবলম্বন করে। অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন পরিক্ষা চালায় নিজের কম্পানির নেটওয়ার্ক বা সিস্টেমের উপর (অনুমতি ছাড়া) এবং তাদের সিস্টেমটি উন্নত করতে বা তার নিজের লাভের জন্য সাহায্য করে। এবং সেগুলিকে আরও বেশি সুরক্ষিত করে।
সুইসাইড হ্যাকার:
সুইসাইড হ্যাকাররা এমন ব্যক্তি যারা বেশিরভাগ সময়ই তথ্য ফাঁস করে এবং তাও নিজের নাম প্রকাশ করেই। তারা কোনো সমালোচনাকে নিচে নামানোর লক্ষ্যে এই কাজ করে অথবা কন গোপন তথ্য যা তাদের মতে ফাঁস করার উপযোগী তা ফাঁস করে দেয়। সুইসাইড হ্যাকাররা আত্মঘাতী বোমারুদের মত যারা তাদের জীবন উৎসর্গ করে
একটি আক্রমণ করে এবং এমনটা করে তারা তাদের কর্মের পরিণতি নিয়ে উদ্বিগ্ন নয়।
স্ক্রিপ্ট কিডিস:
স্ক্রিপ্ট কিডিস হল অদক্ষ হ্যাকার। যারা কোন সিস্টেম তৈরি করে নাহ, তারা আসলে ম্যানুয়ালি কোন কিছু হ্যাকও করতে পারে নাহ তাদের প্রোগ্রামিং স্কিল থাকে নাহ তেমন। তারা শুধু হ্যাকারদের বানানো বিভিন্ন প্রোগ্রাম বা টুল কাজে লাগিয়ে কিছু হ্যাক করে।
সাইবার সন্ত্রাসী:
সাইবার সন্ত্রাসীরা এমন ব্যক্তিরা যারা বৃস্তিত পরিসরে দক্ষতা, ধর্মীয় অনুপ্রেরণা বা রাজনৈতিক বিশ্বাস দ্বারা ভারচুয়াল জগতে বৃহৎ মাপের বিঘ্ন ঘটায়, ভয় তৈরি করে, নেটওয়ার্ক স্টেট-স্পন্সরড হ্যাকারও এদের দলে সংযুক্ত থাকে যারা রাষ্ট্র-স্পন্সরড হ্যাকার। হতে পারে তারা অন্য কোনো দলের লোক যারা সরকার পতন ঘটাতে চায় অথবা তারা বিরোধী দলের ক্ষতি করতে চায় অথবা তারা কন গোষ্ঠীকে থ্রেট করে। তারা ২৪ ঘন্টা নিযুক্ত থাকে এবং অন্য কোনো দলের ক্ষতি সাধন করে। তাদের সিস্টেমে অনুপ্রবেশ থেকে শুরু করে শীর্ষ গোপন তথ্য লাভ, এবং অন্যান্য সরকারের তথ্য ব্যবস্থা পর্যন্ত প্রকাশ করে দেয়।
হ্যাকটিভিস্ট:
হ্যাকাররা যখন সরকার বা কর্পোরেট কম্পিউটারে প্রবেশ করে তখন হ্যাকটিভিজম হয় প্রতিবাদের একটি আইন হিসাবে সিস্টেমকে ব্যবহার করে এই ধরণের হ্যাকাররা। হ্যাকটিভিস্টরা তাদের সচেতনতা বাড়াতে হ্যাকিং ব্যবহার করে সামাজিক বা রাজনৈতিক এজেন্ডা, পাশাপাশি অনলাইন উভয়ই তাদের নিজস্ব খ্যাতি বাড়াতে এবং অফলাইন আখড়া। তারা এমন ব্যক্তি যারা রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য হ্যাকিং ব্যবহার করে বিশেষ করে ওয়েবসাইট ডিফেসিং বা নিষ্ক্রিয় করে সাধারণ হ্যাকটিভিস্ট লক্ষ্যগুলি হল সরকারি সংস্থা, বহুজাতিক সংস্থাগুলি, এবং অন্য কোনো সত্তা যাকে তারা হুমকি বলে মনে করে। হ্যাকটিভিস্ট নির্বিশেষে উদ্দেশ্য, অননুমোদিত প্রবেশাধিকার লাভ একটি অপরাধ। তো এরাও সেই তালিকাতেই পরে।
এই পোষ্ট শুধুমাত্র জ্ঞান অর্জন এর উদ্দেশ্যে করা। কোনো ধরনের অনৈতিক কাজ করাকে এই পোষ্ট সাপোর্ট করে নাহ। এবং এর জন্য আমাদের ওয়েবসাইট কোনো ভাবে দায়ী থাকবে নাহ। newstech24 এর পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.