ফেসবুক একাউন্ট সিকিউর করুন
secure a facebbok account

- Knowledge is power
- The Future Of Possible
- Hibs and Ross County fans on final
- Tip of the day: That man again
- Hibs and Ross County fans on final
- Spieth in danger of missing cut
সকল মানুষই সাধারণত কম বেশি একটা সমস্যার সাথে পরিচিত আর সেটা হলো নিজের বা নিজের পরিচিত কোনো মানুষের facebook account হ্যাক হয়ে যাওয়া। আর এর ফলে পড়তে হয় বিভিন্ন সমস্যায়। তবে অনেকেরই জানা নেই যে কিভাবে facebook account secure করতে হবে। আজকে আমরা আমরা আলোচনা করবো how to secure facebook account. ফেসবুক একাউন্ট সিকিউর করার আগে বলে নেই যে মানুষ সাধারণত কি সমস্যায় পরতে পারে একাউন্ট হ্যাক হলে, এ বিষয়ে খুব বেশি বলবো নাহ কারণ বেশির ভাগ মানুষই জানে যে বর্তমান সময়ে facebook account আমাদের জন্য কততা গুরুত্বপূর্ণ ।
যেই সকল সমস্যায় পড়তে হয় facebook account secure না করা হলে।
- ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়া হতে পারে যা আপনার অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য। যেমনঃ অন্য কিছুর পাসওয়ার্ড বা কারো ডিটেইলস।
- আপনার / অন্য কারো ব্যক্তিগত কোনো গোপন ছবি দেখে ফেলা।
- কোনো গুরুত্বপূর্ণ ফাইল যা কেউ পেয়ে গেলে আপনি সমস্যায় পড়বেন।
- আপনার একাউন্টে কিছু খারাপ / ব্যঙ্গচিত্র প্রকাশ করা যা আপনার মানহানী ঘটাতে পারে।
- আপনার একাউন্ট থেকে কাউকে মেসেজ দিয়ে উতক্ত করা।
- আপনার একাউন্ট ব্যবহার করে অন্য কাউকে হ্যাক করা ফলে আপনি ফেঁসে যেতে পারেন।
- আপনার নাম করে কারো কাছ থেকে টাকা আদায়, ব্লাকমেইলিং ইত্যাদি।
এই কারনে আপনার জন্য Facebook account secure করা অত্যন্ত জরুরি।
How to secure facebook account
Step-1
সঠিক তথ্য ব্যবহার
সবসময় ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা স্কুল-কলেজের আইডি কার্ড এর সাথে মিল রেখে একাউন্ট খোলা উচিৎ। যাতে করে কখনো যদি কোনো সমস্যা হয় যেমনঃ আইডি ডিজবেল হওয়া বা হ্যাক হয়ে যাওয়া।
এরকমের কিছু হলে যাতে একাউন্টটি পুনরুদ্ধার করার সময় ডকুমেন্ট হিসেবে এই তথ্য গুলো ব্যবহার করা যায়।
তাই এই কার্ড গুলর সাথে নাম, এবং জন্মতারিখ মিল রেখে একাউন্ট খুলতে হবে।
Step-2
তথ্য লুকিয়ে রাখা
- জন্ম তারিখ/মাস/সাল যা একাউন্ট খোলার সময় ব্যবহার করা হয়েছে।
- ইমেইল একাউন্ট
- ফোন নাম্বার
- ফ্রেন্ড লিস্ট
- জন্ম স্থান
এই তথ্য গুলো লুকিয়া রাখার কারণ হলো। যানে করে কেউ আপনার তথ্য গুলো ব্যবহার করে হুবহু আপনার মত একাউন্ট তৈরি করে আপনার একাউন্টে রিপোর্ট করতে না পারে। যার ফলে একাউন্ট ডিজেবল হয়ে যায়।
কিভাবে তথ্য লুকাতে হয় তা জানতে ক্লিক করুন newstech24 এর এই লিংক এ –
[ ফেসবুক এর তথ্য লুকান ]
Step-3
শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা
বেশির ভাগ সময়েই হ্যাকাররা বিভিন্ন স্ক্রিপ্ট ব্যবহার করে যেখানে তারা এক গুচ্ছ একটিভ নাম্বার/ইমেইল কালেক্ট করে ফেলে এবং পাসওয়ার্ড লিষ্ট তৈরি করে যেখানে লাখ লাখ কোটি কোটি পাসওয়ার্ড থাকে। (এ বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন…) এবং তাদের স্ক্রিপ্টটা অটোমেটিক্যালি চেক করতে থাকে নাম্বার এবং পাসওয়ার্ড গুল কম্বাইন করতে থাকে। এই পধতিটাকে বলা হয় Random Brutefurce Attack . আপনি যদি সহজ পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করেন তাহলে আপনিও যদি ওয়ি লিস্টে পরে যান তাহলে আপনার একাউন্টও হ্যাক হয়ে যাও্যার চান্স ১০০%। তাই খুব শক্ত পাসওয়ার্ড সেট করুন।
যেমনঃ XyD.M?F65.HGtdK
আপনি যদি এই ধরনের পাসওয়ার্ড তৈরি করেন তাহলে হ্যাকার যে পাসওয়ার্ড লিস্ট তৈরি করবে সেই পাসওয়ার্ড লিস্টে আপনার পাসওয়ার্ড থাকার সম্ভাবনা খুবই কম। কারণ হ্যাকাররা random password genarate করে। আর এই ধরনের জেনারেটর গুলি শক্ত পাসওয়ার্ড বানাতে সক্ষম নয়। তাই strong password ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। Facebook account secure করার প্রথম করণীয় কাজ এইটা।
কিভাবে শক্ত পাসওয়ার্ড বানাতে হয় তা জানতে ক্লিক করুন newstech24 এর এই লিংক এ –
[ ফেসবুক এর জন্য শক্ত পাসওয়ার্ড বানান ]
Step-4
নাম্বার, জি-মেইল, ইয়াহু-মেইল সেট করে রাখা
- একটি নাম্বার কানেক্ট করে রাখতে হবে এবং পাশাপাশি তা ভেরিফাই ও করে নিতে হবে। নয়ত পরবর্তীতে সমস্যা হতে পারে।
- একটি জিমেইল কানেক্ট করে রাখতে হবে এবং পাশাপাশি তা ভেরিফাই ও করে নিতে হবে। এবং এই জিমেইলটিকে প্রাইমারি মেইল করা করতে হবে। নয়ত পরবর্তীতে সমস্যা হতে পারে।
- একটি ইয়াহু-মেইল কানেক্ট করে রাখতে হবে এবং পাশাপাশি তা ভেরিফাই ও করে নিতে হবে।
- জিমেইল এর মধ্যে অবশ্যই নাম্বার এবং ব্যাক-আপ মেইল সেট করে রাখবেন।
- ইয়াহু-মেইল এর মধ্যেও ব্যাকাপ মেইল এবং একটি নাম্বার এড করে রাখবেন।
কিভাবে তথ্য সংযোগ করতে হয় তা জানতে ক্লিক করুন newstech24 এর নিচের এই লিংক এ –
[ ফেসবুক এ নাম্বার/জিমেইল/ইয়াহু যোগ করুন ]
Step-5
টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখা
টু-স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এমন একটি প্রসেস যেখানে আপনার পাসওয়ার্ড দেয়ার পরেও লগিন করা যাবে নাহ। আপনার প্রাইমারি নাম্বার / ইমেইল এ একটি কোড যাবে সেই কোডটি বসানোর পরেই শুধুমাত্র লগিন করা সম্ভব হবে। তাই এই প্রক্রিয়াটি অবশ্যই সকলের চালু করে রাখা উচিৎ। কিন্তু একটি সতর্কতা অনেক সময় নিজেই অন্য ডিভাইসে লগিন করার সময় কোড আসে নাহ। সেই ক্ষেত্রে সকলের উচিৎ ব্যাক-আপ কোড এর একটা স্ক্রিনশট নিয়ে রাখা। যাতে কোড না আসলে আমরা আমাদের প্রয়োজনে সেই কোড গুলোকে ব্যবহার করতে পারি। কিন্তু এই কোড যাতে অন্য কেউ না দেখে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।
কিভাবে টু-স্টেপ ভেরিফিকেশোন চালু করতে হয় তা জানতে ক্লিক করুন newstech24 এর নিচের এই লিংক এ –
[ ফেসবুক এর টু-ফেক্টর-অথেন্টিকেশোন চালু করুন ]
Step-7
কোনো অচেনা লিঙ্কে ক্লিক না করা
অনেক সময় দেখা যায় হ্যাকাররা অন্য কোনো জনপ্রিয় ও্যেব সাইটের মত নিজেদের একটি সাইট তৈরি করে যেখান থেকে তারা ভিকটিম কে একটি লিঙ্ক পাঠায় এবং ভিকটিম সেটাকে আসল লিঙ্ক ভেবে ক্লিক করে / লগিন করে । আর এর ফলে ভিকটিম এর একাউন্ট এর ইমেইল + পাসওয়ার্ড চলে যায় হ্যাকার এর কাছে। তাই এসব লিঙ্ক ক্লিক করা যাবে নাহ।
এই পদ্ধতি গুলো অনুসরণ করলে সাধারণত ফেসবুক এর একাউন্ট সিকিউরড হয়ে যায়। তাই সকলের উচিৎ এই পদ্ধতিগুলো অবলম্বন করা এবং নিজের পরিবার ও বন্ধুদেরকেও এই বিষয়ে সতর্ক করা।
আমাদের newstech24 টেকলোজি পোর্টাল এর পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ক্রাঞ্চ টুল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কেঃ লিঙ্ক ১
ব্লাকহ্যাট হ্যাকার সম্পর্কে জানতে ক্লিক করুন এই লিঙ্কেঃ লিঙ্ক ২
এই পোষ্ট শুধুমাত্র জ্ঞান অর্জন এর উদ্দেশ্যে করা। কোনো ধরনের অনৈতিক কাজ করাকে এই পোষ্ট সাপোর্ট করে নাহ। এবং এর জন্য আমাদের ওয়েবসাইট কোনো ভাবে দায়ী থাকবে নাহ। newstech24 এর পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.