APPLICATION SOFTWAREHACKING TOOLSoftware

তৈরি করুন কোটি কোটি পাসওয়ার্ড – ক্রাঞ্চ টুল

হ্যাকারদের পছন্দের অন্যতম একটি সফটওয়্যার যা বর্তমানে সবাই ব্যবহার করছে

ক্রাঞ্চ টুল একটি শক্তিশালী পাসওয়ার্ড জেনারেটর

ক্রাঞ্চ টুল পাসওয়ার্ড জেনারেটর

ক্রাঞ্চ একটি খুবই গুরুত্বপূর্ণ ইথিক্যাল হ্যাকিং সফটওয়্যার। চলুন জেনে নিইঃ

  • কিভাবে এই সফটওয়্যার কাজ করে?
  • কি কি প্রয়োজন এই সফটও্যার ব্যবহার করার জন্য?
  • কেন আমরা এই সফটও্যার ব্যবহার করবো?
  • কোথায় আমরা এইটা ব্যবহার করতে পারবো?
  • এই সফটওয়্যার ব্যবহার করা কি নৈতিক ?

সফটওয়্যারের কাজঃ

ক্রাঞ্চ সফটওয়্যার দিয়ে লক্ষ লখহ কোটি কোটি পাসওয়ার্ড তৈরি করা হয়। কি অবাক হচ্ছেন?? ভাবছেন আমরা তো টাইপ করেই আমাদের পাসওয়ার্ড লিখি তাহলে কেন আমরা এই সফটওয়্যার ব্যবহার করে পাসওয়ার্ড লিখবো? আসলে এইটা শুধুমাত্র একটি পাসওয়ার্ড তৈরি করে নাহ, এই সফটওয়্যার লক্ষ লক্ষ কোটি কোটি পাসওয়ার্ড তৈরি করে। আবারো প্রশ্ন জাগছে  যে আমরা এত পাসওয়ার্ড বানিয়ে করবো কি?? আসুন খোলাসা করা যাক

পাসওয়ার্ড ব্যবহার করি আমরা সাধারণত কোনো কিছুকে সিকিউরিটি দেয়ার জন্য। এবং আমরা আমাদের পছন্দ মত পাসওয়ার্ড দিলেও অনেক সময় অনেকেই এই পাসওয়ার্ড জেনে যাচ্ছে এবং আমাদের সিকিউরিটি ভেঙ্গে আমাদের গোপন তথ্য চুরি করছে। কারণ আমরা যখন আমাদের পাসওয়ার্ড দিচ্ছি তখন আমরা তা একটি নির্দিষ্ট লিমিট এর ভিতর থেকে দিচ্ছি। যেমনঃ নাম্বার(0-9), ওয়ার্ড(A-Z), সিম্বল((&%$)
এখন ধরুন মিস্টার কামাল তার ফেসবুক এর পাসওয়ার্ড দিলোঃ 98769745

তাহলে এখন মিস্টার হ্যাকার কি করবে??

সে কিছু পাসওয়ার্ড কম্বিনেশন তৈরি করবে। যেমনঃ
00000000, 00000001, 00000002, 00000003, 00000004…………98769745………99999999
ভালো ভাবে লক্ষ্য করে দেখুন এই পাসওয়ার্ড গুলর মধ্যে কিন্তু মিস্টার কামাল এর পাসওয়ার্ড ও এসে গেলো। তখন সে আবার বিভিন্ন ব্রুটফুস টুল ব্যবহার করে এই পাসওয়ার্ড গুলো অটোমেটিক্যালি ট্রাই করতে থাকবে একটা একটা  করে এবং যখনই মিস্টার কামালের সাথে মিলে যাবে তখনই সেই টুল বন্ধ হয়ে যাবে এবং মিস্তার হ্যাকারকে জানিয়ে দিবে যে এই হচ্ছে মিস্টার কামালের পাসওয়ার্ড। এখন এইযে এই লক্ষ লক্ষ কোটি কোটি পাসওয়ার্ড এইগুলো তো একটা একটা করে নিজে বানানো প্রায় অসম্ভব, কারণ এতে প্রচুর সময় লাগবে (কয়েক মাস/কয়েক বছর) তাই এই কাজটি করে দিবে এই ক্রাঞ্চ টুল। তাও মাত্র কয়েক সেকেন্ডে।

সফটও্যার ব্যবহারঃ
এই সফটওয়ার ব্যবহার করার জন্য প্রয়োজন

  • একটি ডিভাইস (ল্যাপটপ / ডেক্সটপ কম্পিউটার/ রাস্পবেরি পাই/ মোবাইল ফোন/ ট্যাব/ এই জাতীয় যেকোন ডিভাইস)।
  • লিন্যাক্স/ ইউনিক্স অপারেটিং সিস্টেম (কালি লিনাক্স/আরচ লিনাক্স/ ডেবিয়ান/ যেকোনো)।
  • ক্রাঞ্চ সফটওয়্যার।
  • সাধারণ জ্ঞান এইটা চালানোর জন্য।

কেন ক্রাঞ্চ সফটও্যারটি ব্যবহার করবোঃ

  • নিজের কোনো কিছুর পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড লিস্ট বানানোর জন্য।
  • শিখার জন্য যাতে অন্য কেউ সমস্যায় পড়লে তাকে সাহায্য করা যায়।
  • নৈতিক যেকোনো কাজের জন্য।

কোথায় ব্যবহার করবোঃ

  • পারমিশন আছে এমন যেকোনো জায়গায়।
  • নিজের ব্যক্তিগত যেকোনো কাজে।
  • ওয়াইফাই, কোনো ওয়েব সাইট, এডমিন প্যানেল ইত্যাদিতে।

ব্যবহার  ও নৈতিকতাঃ

যেকোনো অনৈতিক কাজে ব্যবহার করা অবশ্যই অপরাধ বলে গন্য হবে। এছারা যেকোনো জায়গায় যেখানে ব্যবহার করলে কারো ব্যক্তিগত অভিমতে আঘাত হানবে নাহ বা তার অনুমতি আছে এমন যেকনো উদ্দেশ্যে পাসওয়ার্ড লিস্ট তৈরি করা অবশ্যই নৈতিক।

crunch software link

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button