পেনড্রাইভ ঢুকালেই হ্যাক হয়ে যাচ্ছে মোবাইল ফোন এবং কম্পিউটার!!!
#USB_Rubber_Ducky
এইটা একটা হ্যাকিং ডিভাইস যা পুরো বিশ্বে ইথিক্যাল হ্যাকাররা এবং ব্লাক হ্যাট হ্যাকাররা ব্যবহার করেন থাকে। এইটা একটা ছোট্ট ডিভাইস যা দেখতে সম্পূর্ণ পেনড্রাইভ এর মত। একবার ভেবে দেখুন আপনার পেনড্রাইভটি আপনি কত মানুষের ফোনে বাঁ কত মানুষের কম্পিউটারে ঢুকান এবং তাদের সাথে ফাইল আদান প্রদান করেন। অনুরুপ ভাবে আপনার ফোন বা ল্যাপটপেও আপনার বন্ধুরাও তার পেনড্রাইভ ঢুকায় অনেক সময় কোনো ফাইল আদান প্রদানের জন্য। আপনি কি নিশ্চিত এদের মধ্যে কেউ হ্যাকিং বিষয়ক জ্ঞান রাখে নাহ, বা পারে নাহ???
তো কে কখন হ্যাক করবে আপনি বুঝবেনও নাহ। আর সেইটা দিয়ে পেনড্রাইব এর কাজও করা যাবে। এবং সে আপনাকে দেখানোর জন্যও তা করবেও। আসুন জেনে নিই তারা কিভাবে এটা দিয়ে হ্যাক করে?? আসলে আমরা কম্পিউটার খুলে বিভিন্ন কাজ করার সময় আমাদের কিবোর্ডে ক্লিক করে বাঁ মাউসে ক্লিক করে তা দিয়ে কম্পিউটারে বিভিন্ন ধরনের কমান্ড দেই এবং আমাদের ডিভাইস আমাদেরকে সে অনুযায়ী আমাদের আউটপুট দেয় যা আমরা আমাদের ডিভাইসের স্ক্রিনে দেখতে পারি। ওইটা যেমন আমরা কম্পিউটারে টাইপ করে কমান্ড দেই কিন্তু এইক্ষত্রে হ্যাকাররা আগে থেকেই সেই কমান্ড ওই রাবার ডাকি তে ভরে দিবে এবং ডিভাইসের সাথে কানেক্ট করার সাথে সাথে সে তার কাজ করা শুরু করে দিবে। আর আপনার সেই হ্যাকার বন্ধু, গান / কোনো ফাইল দিবে বা নিতে থাকবে আর আপনার না বুঝা সত্বেও যে হ্যাক হয়ে গেলো তা আপনি টেরও পাবেন নাহ।
এই পেনড্রাইভ দিয়ে যেকোনো রকম হ্যাক সম্ভব। যেমনঃ
১) আপনার সব মেইল এবং পাসওয়ার্ড পেয়ে যাবে।
২) আপনার স্ক্রিনের স্ক্রিনশট নিয়ে নিয়ে হ্যাকারকে পাঠাতে থাকবে।
৩) আপনার ফোনে প্লে-লোড / ব্যাকডোর অটো ইন্সটল করে দিবে।

কিন্তু এই রাবার ডাকি এর মূল্য প্রায় ৪৪ থেকে ৪৫ ডলার যা বাংলাদেশি হিসেবে প্রায় ৩৫০০-৩৮০০ টাকা আর এতটাকা খরচ করে তো আপনার বন্ধুরা এটা কিনবে নাহ ভেবে খুশি হচ্ছেন?? তাহলে ভুল ভাবছেন। খুব সল্প মুল্যেই ৩-৪ মিনিটে এটা বানিয়ে নেয়া যায় নিজে নিজেই। কারণ Hak5 এর রাবার ডাকি এর পরিবর্তে হ্যাকাররা ব্যবহার করে Aurduino Pro Micro / Aurduino Nano pro যার মূল্য মাত্র ৪০০-৫০০ টাকা। আর এর উপরে পেনড্রাইভ এর যে কভার লাগাতে হয়। যার দাম ৩০-৪০ টাকা। আর এর মধ্যে ক্রিপ্ট লিখত্র হয়। যা আপনি গুগোলে সার্চ দিলেই পেয়ে যাবেন।
inotic-1
News Tech24 – Technology News Online
ধন্যবাদ।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.