আমরা কি জানি আমরা আমাদের ব্রেইনের ১০% ব্যবহার করতে পারি। আর এতেই আমরা বিশ্বকে নিয়ে যাচ্ছি এক অকল্পনীয় ভবিষ্যতে। আমরা এখন প্রযুক্তির কল্যানে উড়তে সক্ষম, পানির নিচে ঘন্টার পর ঘন্টা থাকতে সক্ষম, খুব দ্রুত চলতে সক্ষম। কিন্তু এত কিছুর আবিষ্কার করা মাত্র ১০% ব্রেইনের ক্ষমতা ব্যবহার করে। আর ১৬-১৮% ব্যবহার করতে পারলে তো তাকে বিজ্ঞানী আইন্সটাইনের সমপর্যায়ে ধরা হবে।

তাই আমরা যাতে আমাদের ব্রেইনের ক্ষমতা বাড়িয়ে তুলতে পারি এবং এর ব্যবহার এর মাত্রা ক্রমান্বয়ে বাড়াতে পারি সেই লক্ষে একদল বিজ্ঞানী কাজ করে চলেছে প্রতিনিয়ত। এবং তারা এমন একটি চিপসেট এর খবর প্রকাশ করেছে যা ব্রেইনে ইম্পলিমেন্ট এর মাধ্যমে আপনার ব্রেইনের ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।
এবং এতটাই বৃদ্ধি করা সম্ভব যে আপনি যদি ওই চিপ ব্রেইনে ইম্পলিমেন্ট করার পর একজন ব্যাক্তির সাথে দেখা করেন যাকে আপনি কোনোদিনও দেখেন নি এবং তার সাথে যদি কিছুক্ষন কথা হয় দীর্ঘ ৩০ বছর পরও আপনি হুবোহু বলতে পারবেন ওই ব্যক্তির সাথে আপনার যেমন টা কথা হয়েছে। যা এক প্রকার মেমরি এর মত কাজ করবে। যে আপনি সেখানে ডেটা সেভ করে রাখলেন এবং যখন ইচ্ছা তা দেখা সম্ভব। এই সম্পর্কে বিস্তারিত জানাবো পরবর্তী বার্তায়। ধন্যবাদ।
inotic-1
News Tech24 – Technology News Online
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.